আসছে নওমির নতুন শট ফিল্ম আগুন্তুক ছিলে তুমি। পরিচালনায় শামিম আহসান। অভিনয় করেছেন নওমি ও রিয়েল শাখাওয়াত। শেকর মাল্টিমিডিয়ার ব্যানারে শট ফিল্মটি প্রকাশ হবে।
অসাধারণ ভার্চুয়াল প্রেমের একটি গল্প। শেষ মূহুর্তটা নাটকীয়তায় ভরা।”আগুন্তুক ছিলে তুমি” শর্টফিল্মে নওমি খান কে দেখা যাবে কবিতা প্রেমী হিসেবে। তরুণ নির্মাতা শামীম আহসান বলেন গল্পটি একটু অন্যরকম এখানে নওমি খান কে দেখা যাবে সুহাসিনী চরিত্রে এবং রিয়েল শাখাওয়াত কে দেখা যাবে শান চরিত্রে।গল্পে রিয়েল একজন কবি থাকবে যার কবিতার প্রেমে পরবে নওমি এভাবে গল্পটা আগাতে থাকবে।আশাকরি গল্পটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।






Leave a Reply
You must be logged in to post a comment.