বান্দরবান সদর উপজেলায় ক্যচিংথোয়াই মারমা (২৯) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে । গতকাল শনিবার গভীর রাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের তাইংখালী ৮ নম্বর রাবারবাগানপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

এলাকাবাসীর ভাষ্য, রাত পৌনে একটার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যচিংথোয়াই মারমাকে খুঁজতে থাকে। পরে বাড়িতে পেয়ে তাঁকে ধরে নিয়ে যায়। পাড়া থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ক্যচিংথোয়াইকে প্রথমে গুলি করা করা হয়। পরে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, নিহত ক্যচিংথোয়াই মারমা রাজবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।

রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেছেন, ক্যচিংথোয়াই মারমা হত্যাকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় রাতে লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজবিলা পুলিশ ফাঁড়ির প্রধান উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেছেন, পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছে।

Leave a Reply

More Articles & Posts