প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হলো নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আয়না। স্ম্যাক আজাদের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সুমাইয়া চৌধুরী কৃতিকা, রিমা খানম তিশা, নিশির সরেন, শাওন, রুবেল প্রমুখ। জয় আব্রাহামের চিত্রগ্রহণে শর্টফিল্মটির সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রনি খান জিতু।
ফিল্ম্যানিয়াকের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত একটি শর্টফিল্ম সিরিজের অংশ। লায়নিক মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে এখন থেকে লাভ সিরিজ শিরোনামে ধারাবাহিকভাবে নতুন নতুন গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়া হবে। এর মধ্যেই আরো ৩ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।
শর্টফিল্মের ইউটিউব লিংক:
https://youtu.be/uCq5kbspSco






Leave a Reply
You must be logged in to post a comment.