চট্টগ্রামের আকবরশাহ এলাকায় মাদকাসক্ত এক যুবক অন্তত পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়েছে। এতে সন্ধ্যারাণী নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় সত্যজিৎ নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আকবরশাহ থানার উত্তর কাট্টলী বড়কালি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যারাণী ওই এলাকার মৃত ধীরেন্দ্রচন্দ্রের স্ত্রী। আহতরা হলেন-শান্তি নন্দী, দীপক দত্ত, টিংকু দত্ত ও প্রবীর তালুকদার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সত্যজিতের এলাকায় একটি ফার্মেসি আছে। অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে সে কালিবাড়ির সামনে পাঁচজনকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে আহত করে। দায়ের কোপে গুরুতর আহত সন্ধ্যারাণীকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।






Leave a Reply
You must be logged in to post a comment.