ক্যাটরিনা কাইফবলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের একসময় সাপে–নেউলে সম্পর্ক ছিল। কথা দূরে থাক, দেখা হলেই মুখ ঘুরিয়ে নিতেন। ঝগড়াটা ছিল বর্তমানে দুজনেরই সাবেক প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে। তবে এত দিনে জল অনেক দূর গড়িয়েছে। সম্প্রতি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে বললেন, এখন তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চান। গুঞ্জন আছে, ব্যাপারটা শিগগির ঘটছে।
দীপিকা-ক্যাটরিনার সম্পর্কটা নাকি এখন বেশ ভালো। তাই তো একটি আইটেম গানে একসঙ্গে নাচার ইচ্ছার কথা বললেন ক্যাটরিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চাই। আমার মনে হয়, এটা খুব ভালো হবে। দীপিকা খুব ভালো নৃত্যশিল্পী। তাঁর নাচের আলাদা শৈলী আছে। তাঁকে খুব সুন্দর দেখায়।’
গুঞ্জন শুরু হয় ক্যাটরিনার এরপরের কথাতেই। ক্যাটরিনা বলেন, ‘আমি জানি, এখন এ নিয়ে অনেক কথা হবে…অপেক্ষা করুন। শিগগির আসছি।’
সাক্ষাৎকারে ক্যাটরিনাকে জিজ্ঞেস করা হয়, সাবেক প্রেমিকের কাপুর খানদানের কোনো অভিনেত্রীর সঙ্গে তিনি কোনো ছবিতে অভিনয় করতে চান কি না? ক্যাটরিনার ত্বরিত জবাব, কারিনা কাপুর খানের সঙ্গে। তিনি বলেন, ‘কারিনার সঙ্গে আমি সত্যি কাজ করতে চাই। আমার মনে হয়, তিনি আসলেই খুব স্বতঃস্ফূর্ত ও সুন্দর।’
ক্যাটরিনা এখন তাঁর পরবর্তী ছবি ভারত-এর প্রচারে ব্যস্ত। এই ছবিতে তাঁর নায়ক আরেক সাবেক প্রেমিক সালমান খান। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে। বলিউড বাবল






Leave a Reply
You must be logged in to post a comment.