ঢাকার আরামবাগে মার্কেন্টাইল ব্যাংকের ১৩৯ তম শাখার শুভ উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৯তম শাখা হিসেবে ‘আরামবাগ শাখা’ আজ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি রওশন আরা মান্নান, বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আজম, ঢাকা পেপার এন্ড প্রিন্টিং ইন্ক মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি শেখ গোলাম আসগর ও সাধারণ সম্পাদক নূরুল আফসার সেলিম, বৃহত্তর নোয়াখালী পেপার্স মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ নূরুল আমিন, আগামী প্রকাশনীর প্রকাশক মুক্তিযোদ্ধা ওসমান গনি প্রমুখ। ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও আরামবাগ শাখা প্রধান পার্থ সরকার অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। মার্কেন্টাইল ব্যাংকের আরামবাগ শাখা হোল্ডিং নং-১৯০, ওয়ার্ড নং-৯, ইনার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-তে অবস্থিত।

Leave a Reply

More Articles & Posts