এটিএন বাংলায় আজ ‘দাদন’
জেলেদের জীবনের গল্পে আবার অভিনয় করলেন কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। জেলে জীবনের টানাপড়েন আর দাদনের নির্মমতার জালের গল্প নিয়ে নির্মিত ‘দাদন’ টেলিফিল্মটির দৃশ্যায়ন হয়েছিল ভোলার চরফ্যাশনে।
রিয়াদ আশরাফের রচনায় স্বাধীন ফুয়াদের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, ইশানা, রিয়াদ আশরাফ, বরদা মিঠু, ডা. মোস্তাফিজ ও বাদল কৃষ্ণ দেবনাথ।
পরিচালক স্বাধীন ফুয়াদ বলেন, ‘সচরাচর টিভি নাটকের চাইতে আলাদা কিছু দর্শকদের জন্য অপেক্ষা করছে।’ আগামী ২৫ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্মটি।






Leave a Reply
You must be logged in to post a comment.