রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেট থেকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এ রায় দেন।
দণ্ডের পাশাপাশি কবিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খায়রুল আলম বলেন, কবির জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে এদিন আদালতে হাজির হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
কবির পটুয়াখালী সদরের সারিকখালী গ্রামের মৃত জয়নালের ছেলে।
২০২০ সালের ২৬ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির খবর পেয়ে রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইনসহ কবিরকে গ্রেফতার করা হয়।
পরদিন শাহ আলী থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা একই থানার সাব-ইন্সপেক্টর জাবেদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৯ নভেম্বর কবিরের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।






Leave a Reply
You must be logged in to post a comment.