Breaking News
Home / News / খোকার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

খোকার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ কথা জানিয়েছেন। আনোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন ২ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৬৮৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এ ছাড়া দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৩২ লাখ ৪৭ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

দুদকে দাখিল করা আনোয়ার হোসেনের সম্পদ বিবরণী যাচাই করে এসব অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে, যা দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

About admin

Check Also

অবৈধভাবে এমপি’র বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসিসি) অবৈধভাবে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর …

Leave a Reply