Breaking News
Home / National / বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯  এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯  এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আইটি ভিশন ২০১৬ সাল থেকে বাংলাদেশের জনশক্তিকে আইটিতে দক্ষ হিসেবে তৈরীতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। আইটি ভিশন বিডির কার্যক্রমের মধ্যে রয়েছে তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেমিনার ও প্রশিক্ষণ প্রদান। এ পর্যন্ত আইটি ভিশন বিডির প্রশিক্ষণ ও  সেমিনার দ্বারা প্রায় ১০০০ জন তরুণ নিজ নিজ পেশায় সফলতা অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইভেন্টের মাধ্যমে আইটি প্রশিক্ষণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মত ‘বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট’ আয়োজন করতে যাচ্ছে আইটি ভিশন  বিডি। তারই ধারাবাহিকতায় আইটি ভিশন ও হাইওয়ে আইটির আয়োজনে ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার বিকাল ৪টায় সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন  আইটি ভিশন বিডির ব্যবস্থাপনা পরিচালক মিস আশা, স্পিকার নাশিদ আলি, আইটি ভিশন বিডির সিইও আলি অাকবর, চীফ ট্রেইনার মি. মেহেদি, টাইম বিডির সিইও মোস্তফা কামাল সোহেল প্রমুখ। প্রেস  কনফারেন্সে আইটি বিডির ব্যবস্থাপনা পরিচালক মিস আশা, সিউও আলি আকবর, স্পিকার নাশিদ আলি, ও চীফ ট্রেইনার এই ইভেন্ট এর বিভিন্ন বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানান। আগামি ২৩ ডিসেম্বর আরো একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে।  বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯ সম্ভাব্য তারিখ ১১ জানুয়ারী ২০১৯। জাতীয় নির্বাচন এর উপর ভিত্তি করে এই তারিখ পরিবর্তন হতে পারে বলে জানান আয়োজন আইটি ভিশন এর সিইও।

বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯  এর সম্মাননা প্রদান করা হবে:-

* বেস্ট ডিজিটাল সোস্যোল বিজিনেস ইনোভেটর হিসাবে আতিকুল ইসলাম।

* বেস্ট ডিজিটাল সোস্যোল এডুকেশন ইনোভেটর আয়মান সাদিক।

* বেস্ট ডিজিটাল সোস্যোল ফাইন্ডেশন ইনোভেটর হিমেল রহমান।

* বেস্ট ডিজিটাল সোস্যোল মিডিয়া (ইউটিউব) ইনোভেটর তৌহিদ আফ্রিদি

* বেস্ট ডিজিটাল সোস্যোল বিজিনেস ইনোভেটর হোসাইন ইলিয়াসকে নির্বাচিত করা হয়েছে।

আরও কিছু ক্যাটাগরীতে মনোনয়ন আছে যা পরবর্তীতে জানানো হবে। বাংলাদেশ ডিজিটাল সোস্যোল ইনোভেশন সামিট ২০১৯ এর ইভেন্টে নোমিনেশন এর জন্য আপিল এর সুযোগ রয়েছে।

About RJ Saimur

Check Also

ইষ্ট ওয়েস্টর ছাত্র শান্তর অভিনব প্রতারণা, লুকিয়ে বিয়ে, শরীর ভোগ ও শিশু হত্যা

নিজস্ব প্রতিনিধি: ইষ্ট ওয়েস্টে ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র হাসিবুল হাসান শান্ত কলেজ ছাত্রীর …

Leave a Reply