স্টাফ রিপোর্টার, রেডিও স্বদেশ ডট নেট: গত ২৪ আগস্ট মিরপুরে ডিএসএস কনভেনশন হলে জাকজঁমক ও বনার্ঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জনপ্রিয় বুটিক শপ সিঁদুর’র ৩য় গ্রান্ড গেট টুগেদার “আমি নারী, আমিই পারি”। ‘গ্রান্ড গেট টুগেদার’র টাইটেল স্পন্সর সিঁদুর। গতবারের স্পন্সরদের সাথে এবারও যুক্তও হয়েছেন নতুন অনেকে। জমকালো আয়োজনে ছিল বুফ লাঞ্চ, লাইভ গান, র্যাম্প, অভিনয়, কেক কাটিং, নৃত্য, ফটোশুট সেশন, র্যাফেল ড্র ও ডিজে।স্পন্সরদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন সিদুর এর কর্ণধার ও এডমিন এবং আরজে সাইমুর এর উপস্থাপনায় স্বদেশ টিভির বিশেষ সাক্ষাতকার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মারুফ পারভেজ, মিশু শাহা ও রুমানা মনিষা। টিম সিঁদূরের সহযোগিতায় ছিল সিঁদূরের মডারেটর- ইরিনা ইরা, নওরীন রিতু, নুসরাত জাহান ঝুমু।
মিডিয়া পার্টনার : স্বদেশ টিভি, রেডিও স্বদেশ ডট নেট, স্বদেশ নিউজ২৪.কম ও পিপলস্ রেডিও।
এ বিষয় ‘আফছানা মীর শিথী জানান, সিঁদুর একটি অনলাইন ভিত্তিক বুটিক শপ থেকে এখন অফলাইন আউটলেটে পরিণত হয়েছে শুধু সবার ভালবাসার কারনে। প্রথমত ব্যবসায়িক উদ্দেশ্যেই এই পেজের যাত্রা শুরু হলেও আমাদের সম্মানিত গ্রাহকদের অনেকের সাথে একটি আত্মিক সম্পর্কও গড়ে ওঠে যার ফলশ্রুতি তেই সবাইকে এক ছাদের নিচে এনে কিছুটা সময় একসাথে আনন্দে কাটানোর এই আয়োজন। আর এমন আয়োজন দেখে অন্যান্য নারীরাও আগ্রহী হবে এই অনলাইন বিজনেস করতে। আর এখন আমি পড়াশুনা শেষ করে ফুল টাইমই একজন বিজনেস উইমেন হিসেবে সিঁদূরের পিছনে সময় দিচ্ছি। আর আমাদের মেম্বারদের উদ্যোগে ইতিমধ্যে আমার দুস্থ ও সুবি ধাবঞ্চিত মানুষদের সহায়তায় এগিয়ে যাচ্ছি। ভবিষ্যতে আমরা এমন কাজের পাশে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় সিঁদূরের ১ম আউটলেট মিরপুরে ওপেন করা হয়েছে ও খুব শীঘ্রই ধানমন্ডিতে ২য় আউটলেট ওপেনের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে উত্তরা, গুলশানসহ রাজধানীর বিভিন্ন স্থানে আউটলেট ওপেন করার পরিকল্পনা চলছে। সিঁদূরের সকল সদস্য, স্পন্সর, মিডিয়া পার্টনার ও সহযোগীদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমাকে এত এত ভালবাসার জন্য।
এক নজরে সম্মানিত স্পন্সরবৃন্দ ও সহযোগিবৃন্দ:
টাইটেল স্পন্সর:
আফসানা মীর শিথী। সিঁদূর সিইও।
মিডিয়া পার্টনার:
আরজে সাইমুর, চেয়ারম্যান, স্বদেশ টিভি, রেডিও স্বদেশ ডট নেট, স্বদেশ নিউজ২৪.কম
প্লাটিনাম স্পন্সর:
আইরিন। টিজে শপ বিডি এর সিইও।
নাজিয়া। মিরর এর সিইও।
মেহের জান। দ্য লাইফ স্টাইল এর সিইও।
গোল্ড স্পন্সর:
রেজওয়ানা নাজনীন। রেজ জুয়েলারী এর সিইও।
জয় মহুয়া। মৌমাছি শপিং জোন এর সিইও।
ফাতেমা তুজ যোহরা রশিদ। টুশি কালেকশন এর সিইও।
ফাহিমা আক্তার লিনা। থার্টি ওয়ান শেডস্ এর সিইও।
শাহ আওরঙ্গজেবা নূর বিদৌরা। কোহ-ই-নূর ওম্যান্স জোন এর সিইও।
সিলভার স্পন্সর:
তানিশা আলম তানিয়া। এ টু জেট কালেকশন এর সিইও।
ব্রোঞ্জ স্পন্সর:
রওজাতুল জান্নাত। লা বেলা ফ্যাশন ওয়ার্ল্ড এর সিইও।
ববি পারভীন। পিপীলিকার হাট এর সিইও।
ইশরাত জাহান। ম্যাক্স বাজার এর সিইও।
রাফিজা নীলা। ম্যাজিক হেয়ার টনিক এর সিইও।
তানজিয়া মেধা ও এস আর সাদ্দাম। বহ্নি এর সিইও।
জান্নাতুল তাজরি মাঈশা । অ্যারাবিয়ানা এর সিইও।
মিথিলা সরকার। গিরিশা ক্লোথিং এর সিইও।
সামিয়া প্রেয়ন্তি মধু। জাহার এর সিইও।
আরাফাত এন্ড তুলি। ওভারটেক এর সিইও।
শাইরা আইদাহ্ ও আফসানা ইয়াসমিন। স্পন্দন এর সিইও।
ব্রোঞ্জ স্পন্সর:
জেনিস তানিয়া। আলিয়া’স কালেকশন এর সিইও।
সৈয়দা রুমানা ইসলাম লাবনী। অলিভিয়া অনলাইন শপ এর সিইও।
ইভেন্ট স্পন্সর: কালইয়ানী দেবনাথ। বিয়ে বাজার এর সিইও।
মেহেদি স্পন্সর:
তাসনিম সুলতানা নওশিন। TSN’s Henna এর সিইও।
ইসরাত জাহান একা। অনুপমা এর সিইও।
মেকওভার স্পন্সর:
এঞ্জেল প্রভা। প্রভা’স মেকওভার এন্ড বিউটি পার্লার এর সিইও।
সালমা আক্তার সুপ্তি। টাচ আপ বাই সুপ্তি এর সিইও।
মাবিয়া ওমি। বিউটি বক্স এর সিইও।
ফাহমিদা আক্তার তৃষ্ণা। মেকওভার বাই তৃষ্ণা।
কেক স্পন্সর:
উম্মে হানি নাহিদ। কেক ওয়ার্ল্ড এর সিইও।
শান্ত কাজী। এফআরএস প্রোডাকশন এর সিইও। ডিজে স্পন্সর।
ফটোগ্রাফি স্পন্সর:
ইব্রাহীম রেজা। ক্রিয়েটিভ ফ্রেম এর সিইও।
কাজী সাজ্জাদ। মিরর হেভেন : এ মিরর উইথ মেমরী এর সিইও।
নাহিদ হাসান সোহেল। ওয়েডিং পেজ বাংলাদেশ (অফিসিয়াল) এর সিনিয়র ফটোগ্রাফার।