Breaking News
Home / Entertainment / ” বাড়তি আয়ের জন্য নাটকে গান করা !!!

” বাড়তি আয়ের জন্য নাটকে গান করা !!!

বাংলা চলচ্চিত্রে গানের ব্যবহার বেশ আগে থেকেই। সংগীতপ্রিয় দর্শকদের জন্যই সিনেমায় গান থাকে। নাটক-টেলিছবিতেও বেশ কিছু বছর ধরে গান থাকছে। ইদানীং এই প্রবণতা বেশ বেড়েছে। গল্পের প্রয়োজনে শুধু নয়, বাড়তি অর্থ আয়ের জন্যও গান থাকছে।

ছোট পর্দার সংশ্লিষ্ট কয়েকজন নির্মাতা ও প্রযোজক বলছেন, বেশ কয়েক বছর ধরে অনলাইন ও অ্যাপসভিত্তিক প্ল্যাটফর্মে গানের প্রতি মানুষের আগ্রহের কারণে নাটকে গানের প্রচলন বাড়ছে। এতে নাটকের পরিচালক ও প্রযোজকেরা দুই দিক থেকে সুবিধা পাচ্ছেন। এক. গানের মাধ্যমে নাটকে প্রেম বা দুঃখের দৃশ্যে পরিবেশটা বোঝানো যায়, একটা আবহ তৈরি হয়। দুই. গানের ভিডিও কোনো ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে বা প্রযোজক নিজের ইউটিউব চ্যানেলে উঠিয়ে কিছু আর্থিক সুবিধা পান। জিপি মিউজিক, ইয়োন্ডার, ভাইবস ও মুঠোফোনের রিংটোন থেকেও গানের অডিওর জন্য অর্থ আসে।

নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান এ পর্যন্ত প্রায় ৫০টি নাটকে গান ব্যবহার করেছেন। তাঁর মতে, প্রায় ৩০ ভাগ নাটক, টেলিছবিতেই গান ব্যবহার করা হয়। বললেন, ‘আমি গল্পের প্রয়োজনেই নাটকে গান ব্যবহার করি। এটি নাটককে সমৃদ্ধ করে। আবার ইউটিউবে উঠিয়ে গানের ভিডিওর অংশ থেকেও প্রযোজকের কিছু টাকা আসে।’

জানা গেছে, সাধারণত নাটকে জনপ্রিয় অভিনয়শিল্পীরা থাকলে গান জনপ্রিয় হওয়ার সুযোগ থাকে। ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম বলেন, ‘নাটকের গান ও গানের ভিডিও সাধারণত ৩০ থেকে ৫০ হাজার টাকায় কিনি। তবে নাটকে জনপ্রিয় নায়ক-নায়িকা থাকলে, ভালো গায়কের গান হলে সেই গান ও গানের ভিডিওর মূল্য এক লাখ টাকা পর্যন্ত আছে।’

আগে বিচ্ছিন্নভাবে নাটক ও টেলিছবিতে গান ব্যবহৃত হলেও বেশ কয়েক বছর আগে থেকে নাটক ও টেলিছবিতে নিয়মিত গান ব্যবহার করেন পরিচালক শিহাব শাহিন। এই পরিচালক বলেন, ‘নাটকে গল্পের প্রয়োজনেই গান ব্যবহার করি। এতে নাটক সমৃদ্ধ হয়। গান থেকে অনেক সময় আয়ও হচ্ছে।’

তবে শিহাব শাহিন মনে করেন, ইদানীং নাটকে গান ব্যবহারের ফর্মুলা বানিয়ে ফেলেছেন অনেকে। অপ্রয়োজনীয় হলেও ৪০ মিনিটের নাটকে কোনো কোনো পরিচালক পাঁচ মিনিটের গান ব্যবহার করছেন। অনেক সময় ৪০ মিনিটে গল্পই বলা যায় না। তার মধ্যে আবার গান! এভাবে চলতে থাকলে নাটকের জন্য ক্ষতি হতে পারে।

নাটকে গানের বিষয়ে প্রযোজক আলী বশির বলেন, বর্তমান সময়ে নাটক নির্মাণে খচর বেড়েছে। কিন্তু নাটকের দাম কমেছে। নাটকের মধ্যে একটা গান থাকলে তা থেকে অল্প পরিমাণে হলেও আর্থিক সহযোগিতা আছে।

About hasan mahmmud

Check Also

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক, সাইমুর রহমান: গত ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল …

Leave a Reply