উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ মঙ্গলবার (১৬ এপ্রিল) ২৭৪ ॥“ট্রাফিক পক্ষ পালন করি, নিরাপদ সড়ক গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সড়কে শৃঙ্খলা ফেরাতে নড়াইলে ট্রাাফিক পক্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয় কেক কেটে ট্রাফিক সপ্তাহের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন, অন্যান্য পুলিশ কর্মকর্তা, আনসার-ভিডিপি। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), বলেন, মূলত সড়কে শৃঙ্খলা ফেরাতে আমারে এই উদ্যোগ। প্রতি বছর সড়কে অনেক প্রাণ অকালে ঝরে যায়। সড়কে প্রাণ ঝরা রোধে ট্রাফিক পক্ষ পালন করি অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন। উল্লেখ্য যে, ট্রাফিক সপ্তাহ চলাকালে নড়াইলের পুলিশ সুপার ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নিয়ে সড়কে অভিযান চালান। এ সময় যাদের যানবাহনের সবকিছু ঠিক ছিল তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত






Leave a Reply
You must be logged in to post a comment.