বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা দাবি করেছেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামুনকে নিয়ে গেছেন।
হাসান মামুন। ছবি: সংগৃহীতহাসান মামুন। ছবি: সংগৃহীতবিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন নিখোঁজ হয়েছেন।
পরিবারের সদস্যরা দাবি করেছেন, সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামুনকে নিয়ে গেছেন।
গতকাল এক বিবৃতিতে হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল অভিযোগ করেন, শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে র্যাব সদস্যরা মামুনকে নিয়ে যান। কিন্তু তাঁরা আটক করার কথা স্বীকার করছেন না।
মির্জা ফখরুল বিবৃতিতে তিনি হাসান মামুনকে সুস্থ অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।






Leave a Reply
You must be logged in to post a comment.