নিজস্ব প্রতিবেদকঃ
১৭ মে ( রবিবার) বাদ আছর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ও মিরপুর ১( শাহ আলী মাজার প্রাঙ্গনে) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ঢাকা মহানগর দক্ষিন ও উত্তর শাখা পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় করোনা ভাইরাসে নিহত ঢাকা মহানগর দক্ষিনাধীন ৫০নং ওয়ার্ড সভাপতি সায়েম খন্দকার এর রুহের মাগফেরাত কামনা করেও দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে ঢাকা মহানগর দক্ষিন ও উত্তর শাখা যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে ও মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গনে তবরাক বিতরণ করা হয়। এ সময় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মিরপুর শাহ আলী মাজারে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শাখার সহ সভাপতি জলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, কেন্দ্র্রীয় নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর শাখার সম্পাদক মন্ডলীর সদস্য এইচ এম পাটওয়ারী বাবু, গোলাম মোর্তুজা হিমেল সহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ।