আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৫ আগস্ট। হজের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট।
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনের বিমান বাংলাদেশের ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে।