এই গরমে শান্তি পেতে অনেকেই কোক পান করেন। তবে নিয়মিত একই স্বাদের কোকে ভিন্নতা আনতে নতুন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। এতে স্বাদ যেমন বদলাবে তেমনি প্রশান্তিও আসবে।
উপকরণ
২ গ্লাস ঠাণ্ডা কোক, ১/৪ চা চামচ ব্ল্যাক সল্ট, ১ চিমটি লবণ, ১ চা চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ চাট মসলা, ৪ টুকরা বরফ।
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে বরফ ছাড়া সব উপকরণ মেশান। গ্লাসে কোক ঢেলে এরপর বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মসলা কোক।