Home / Uncategorized / আহা এই গরমে প্রশান্তি দেবে মসলা কোক !

আহা এই গরমে প্রশান্তি দেবে মসলা কোক !

এই গরমে শান্তি পেতে অনেকেই কোক পান করেন। তবে নিয়মিত একই স্বাদের কোকে ভিন্নতা আনতে নতুন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। এতে স্বাদ যেমন বদলাবে তেমনি প্রশান্তিও আসবে।

উপকরণ

২ গ্লাস ঠাণ্ডা কোক, ১/৪ চা চামচ ব্ল্যাক সল্ট, ১ চিমটি লবণ, ১ চা চামচ ধনেপাতা কুচি, ১ চা চামচ চাট মসলা, ৪ টুকরা বরফ।

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে বরফ ছাড়া সব উপকরণ মেশান। গ্লাসে কোক ঢেলে এরপর বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মসলা কোক।

About hasan mahmmud

Check Also

হিলিতে রসুন চড়া, থমকে আছে ভারতীয় পেয়াঁজ !!

রমজানের শুরুতে হিলি স্থলবন্দরের পাইকারী দোকানে বেড়েছে ছোলা, চিনি ও রসুনের দাম। তবে স্বাভাবিক রয়েছে …

Leave a Reply